সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

অগ্নিকাণ্ডে বিধ্বস্ত লংগদুর বাইট্টাপাড়া বাজার 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

অগ্নিকাণ্ডে বিধ্বস্ত লংগদুর বাইট্টাপাড়া বাজার 

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে আগুনের লেলিহান শিখায় বিধ্বস্ত হয়েছে বাজারের ১৪টি দোকান ও বসতঘর। মঙ্গলবার (২৯ আগস্ট) বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

বাজার কমিটির সভাপতি সোহরাব জানান, বাজারের ছোট বড় ১৪টি দোকান ও ৩ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আগুন লাগার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, আনসার ও স্থানীয়রা কাজ করেছেন।

লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া এবং মেজর আশফিকুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী আগুন লাগার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় বাজারে একাংশ। এবিষয়ে যথেষ্ট সচেতনতার প্রয়োজন।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লিডার মো. সেলিম বলেন, বিদ্যুতের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবুও ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি।

টিএইচ